ল্যান্ডিং পেইজ কি?
স্বাভাবিক ভাবে ল্যান্ডিং পেজ বলতে ওয়েবসাইটের যে পেজে ভিজিটর ভিজিট করে সে পেজকেই বুঝায়। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ , ল্যান্ডিং পেজ হল এমন একটি স্বতন্ত্র ওয়েব পেজ যেটি মূলত মার্কেটিং বা বিজ্ঞাপন প্রচারের জন্য তৈরি করা হয়।
বিজ্ঞাপনের মাধ্যমে ট্রাফিককে সরাসরি ল্যান্ডিং পেজে পাঠানো হয় এবং সেখানে ট্রাফিক বা ভিজিটরকে একটি সুনির্দিষ্ট পণ্য বা সেবা অফার করা হয়। ল্যান্ডিং পেজের মাধ্যমে ভিজিটরকে পণ্য ক্রয় করতে বা সেবা গ্রহণ করার বিষয়ে অ্যাকশন নিতে উৎসাহিত করা হয়।
মোট কথা, ল্যান্ডিং পেইজ ডিজাইন করা হয় নির্দিষ্ট যেকোন একটা টপিক কে টার্গেট করে। আর ল্যান্ডিং পেজ এর মূল উদ্দেশ্য থাকে ওয়েবসাটের কনভার্সন রেট বাড়ানো অর্থাৎ প্রোডাক্টের এর সেল বৃদ্ধি করা, সম্ভাব্য কাস্টমারের লিড সংগ্রহ করা (যেমনঃ নাম, ইমেইল, ফোন নম্বর ইত্যাদি)।
ল্যান্ডিং পেজের স্যাম্পল দেখতে চাইলে আমাদের ডেমো দেখতে ক্লিক করুন। আপনি আপনার নির্দিষ্ট পণ্য বা সেবা বিক্রি করার জন্য এ রকম ল্যান্ডিং পেজ তৈরি করে আপনার সেল বৃদ্ধি করতে পারেন।
কেন ল্যান্ডিং পেইজ ব্যবহার করবেন?
- ল্যান্ডিং পেইজ কনভার্সন রেট বৃদ্ধি করে।
- অডিয়েন্স সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে।
- ই-মেইল সাবস্ক্রাইবার লিস্ট বাড়াতে পারে।
- ল্যান্ডিং পেইজের মাধ্যমে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা যায়।
- আপনার লক্ষ্যের দিকে কত দূর যাচ্ছেন তা সহজে জানা যায়।